গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি বিপণন অধিদপ্তর
বরিশাল বিভাগীয় কার্যালয়
খন্দকার হাউজ (২য় তলা), বটতলা, বরিশাল।
সেবা প্রদান প্রতিশ্রুতি
১. ভিশন ও মিশন
ভিশনঃ উৎপাদক, বিক্রেতা ও ভোক্তা সহায়ক কৃষি বিপণন ব্যবস্থা এবং কৃষি ব্যবসা উন্নয়ন।
মিশনঃ
১. কৃষি পণ্যের চাহিদা ও যোগান নিরুষপণ, মজুদ ও মূল্য পরিস্থিতি বিশ্লেষণ পূর্বক অত্যাবশ্যকীয় কৃষিপণ্যের মূল্য ধারার আগাম প্রক্ষেপণ ও এ বিষয়ে তথ্য ব্যবস্থাপনা এবং প্রচার কর।
২. বাজার অবকাঠামো জোরদারকরণ এবং কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থাপনায় সহায়তা প্রদানের মাধ্যমে দক্ষ বাজার ব্যবস্থা গড়ে তোলা।
৩. আধুনিক সুবিধা সম্বলিত বাজার অবকাঠামো নির্মাণ এবং কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থায় সহায়তা প্রদানের মাধ্যমে দক্ষ বাজার ব্যবস্থা গড়ে তোলা।
৪. গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের গুণগত মান পরিবীক্ষণ, মান নির্ধারণ ও বিপণন সেবা প্রদানে সহায়তা করা।
৫. কৃষক বিপণন গ্রুপ/দল গঠন এবং উৎপাদক ও বিক্রেতার সাথে ভোক্তার সংযোগ স্থাপনে সহায়তা দান।
৬. কৃষি ব্যবসা ও কৃষি ভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে কৃষি ও কৃষিজাত পণ্যের রপ্তানী বৃদ্ধিতে সহায়তা করা।
৭. কৃষক ও ব্যবসায়ীদের কৃষিপণ্যের গ্রেডিং, সর্টিং, প্যাকেজিং, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং ঋণ ও বিপণন সহায়তা প্রদানের মাধ্যমে কৃষিপণ্যের মূল্য সংযোজন কার্যক্রম অব্যাহত রাখা।
২. সেবা প্রদান প্রতিশ্রুতি
২.১) নাগরিক সেবা
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবি,ফোন ও ইমেইল) |
---|---|---|---|---|---|---|
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১। |
বাজারদর তথ্য সরবরাহ
|
দৈনিক বাজারদর: i. তথ্য সংগ্রহ, ii. সংকলন ও iii. তথ্য সরবরাহ সাপ্তাহিক বাজারদর: i. সংকলন ও ii. তথ্য সরবরাহ;
মাসিক বাজারদর: i. সংকলন ও ii. তথ্য সরবরাহ ;
বাৎসরিক বাজারদর i. তথ্য সংগ্রহ, ii. সংকলন ও iii. তথ্য সরবরাহ;
মৌসুমী ফসলের: i. তথ্য সংগ্রহ, ii. সংকলন ও iii. তথ্য সরবরাহ |
আবেদন পত্র, বিভাগীয় কার্যালয়, জেলা অফিস এবং ওয়েব সাইট। |
বিনামূল্যে |
দৈনিক বাজারদর: দুপুর ১২:০০ হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত। সাপ্তাহিক বাজারদর: সকাল ০৯:০০ হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত। মাসিক বাজারদর: সকাল ০৯:০০ হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত। বাৎসরিক বাজারদর সকাল ০৯:০০ হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত। মৌসুমী ফসলের: সকাল ০৯:০০ হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত।
|
উপপরিচালক ফোনঃ ০৪৩১৬৩১৯৮ মোবাঃ ০১৭১৫০১৫৬২৭ ইমেইলঃ dddambarisal@gmail.com সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা/ কৃষি বিপণন কর্মকর্তা |
২। |
ওয়েবসাইটের মাধ্যমে বিপণন তথ্য সরবরাহ |
*www.dam.gov.bd ওয়েবসাইটে প্রবেশ * বাজারদর মেন্যুতে প্রবেশ |
অধিদপ্তরের ওয়েবসাইট
|
বিনামূল্যে |
যে কোন সময় |
উপপরিচালক ফোনঃ ০৪৩১৬৩১৯৮ মোবাঃ ০১৭১৫০১৫৬২৭ ইমেইলঃ dddambarisal@gmail.com সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা/ কৃষি বিপণন কর্মকর্তা |
৩। |
বাজার কারবারীদের লাইসেন্স প্রদান ও নবায়ন
|
প্রদানের ক্ষেত্রে * আবেদনপত্র গ্রহণ * আবেদনপত্র সহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই * সরেজমিনে পরিদর্শন * লাইসেন্স প্রদান
নবায়নের ক্ষেত্রে * আবেদনপত্র গ্রহণ * আবেদনপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই * লাইসেন্স নবায়ন |
নির্ধারিত আবেদন ফরম, ট্রেজারি চালান, সকল জেলা মার্কেটিং অফিস। |
নতুন/নবায়ন লাইসেন্স ফিঃ ক) পাইকারী, ব্যবসায়ী/ আড়ৎদার অথবা মজুদদার-৫০০/-, খ) কমিশন এজেন্ট, দালাল, ও গুদামজাতকারী- ৪০০/-, গ)কয়াল, পরিমাপকারী, নমুনা যাচাইকারী, যাচনদার অথবা শ্রেণী বিন্যাসকারী- ১০০/- |
০৫ (পাঁচ) কর্মদিবস |
সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা/ কৃষি বিপণন কর্মকর্তা |
৪। |
শস্য গুদামজাত ও জমার বিপরীতে ঋণ প্রদান |
* গুদামরক্ষক কর্তৃক আদ্রতা, পোকামাকড় পরীক্ষা করা * ওজন করে বিষমুক্ত বস্তায় সংরক্ষণ করা * গুদামজাত করা * গুদামরক্ষকের নিকট থেকে শস্য জমার রশিদ সংগ্রহ * বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত " গুদামে শস্য জমাকারীদের ঋণ সুবিধা প্রদান সংক্রান্ত নিয়মাবলী অনুসরণপূর্বক ঋণ প্রদান। ( সোনালী, জনতা, রূপালী, রাকাব, বাংলাদেশ কৃষি ব্যাংক) |
* শস্য জমার রশিদ * পাশবই * আবেদন ফরম * ঋণ বিতরণপত্র * বন্দোবস্ত পত্র সভাপতি, সংশ্লিষ্ট গুদাম কমিটি, মাঠ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যাংক। সকল জেলা মার্কেটিং অফিস |
কুইন্টাল প্রতি ১০ টাকা ভাড়া। |
খাদ্য শস্য ০৬ মাস বীজ ০৯ মাস |
আঞ্চলিক ব্যবস্থাপক ফোনঃ ০৪৩১-৬৩১৪৮ মোবাঃ ০১৭১২৬৬৭১৪৬
|
৫। |
অভিযোগ গ্রহন ও নিস্পত্তি |
* অভিযোগ গ্রহণ * নিস্পত্তিকারীর নিকট প্রেরণ * চুড়ান্ত নিষ্পত্তি |
বরিশাল বিভাগীয় কার্যালয় ও জেলা মার্কেটিং অফিস। |
বিনামূল্যে |
২১ (একুশ) কর্মদিবস |
উপপরিচালক (উপসচিব) কৃষি বিপণন অধিদপ্তর বরিশাল বিভাগ ফোনঃ ০৪৩১-৬৩১৯৮ ই-মেইলঃ dddambarisal@gmail.com |
২.২) প্রাতিষ্ঠানিক সেবা
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবি,ফোন ও ইমেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১। |
গুদাম/ হিমাগার সংক্রান্ত তথ্য সরবরাহ। |
* তথ্য সংগ্রহ * সংকলন * তথ্য সরবরাহ |
সদর দপ্তর ও জেলা মার্কেটিং অফিস। |
বিনামূল্যে |
০৩ (তিন) কর্মদিবস |
উপপরিচালক ফোনঃ ০৪৩১৬৩১৯৮ মোবাঃ ০১৭১৫০১৫৬২৭ ইমেইলঃ dddambarisal@gmail.com সংশ্লিষ্ট জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা/ কৃষি বিপণন কর্মকর্তা |
২। |
বাজারদর তথ্য সরবরাহঃ
|
*নিয়মিত তথ্য প্রেরণ |
*বরিশাল বিভাগীয় কার্যালয় ও জেলা অফিস। * ওয়েব সাইট। |
বিনামূল্যে |
সকাল ০৯:০০ হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত ওয়েব সাইটের মাধ্যমে যে কোন সময়
|
উপপরিচালক ফোনঃ ০৪৩১৬৩১৯৮ মোবাঃ ০১৭১৫০১৫৬২৭ ইমেইলঃ dddambarisal@gmail.com সংশ্লিষ্ট জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা/ কৃষি বিপণন কর্মকর্তা |
২.৩) অভ্যন্তরীণ সেবা
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবি,ফোন ও ইমেইল) |
---|---|---|---|---|---|---|
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১। |
জিপিএফ মঞ্জুরী |
* আবেদনপত্র গ্রহণ ও যাচাই * মঞ্জুরীপত্র জারী |
|
বিনামূল্যে |
০৩ (তিন) কর্মদিবস |
উপপরিচালক ফোনঃ ০৪৩১৬৩১৯৮ মোবাঃ ০১৭১৫০১৫৬২৭ ইমেইলঃ dddambarisal@gmail.com
|
২। |
অর্জিত ছুটি/শ্রান্তি বিনোদন ছুটি |
* আবেদনপত্র গ্রহণ ও যাচাই * মঞ্জুরীপত্র জারী |
|
বিনামূল্যে |
০৩ (তিন) কর্মদিবস |
|
৪। |
পেনশন মঞ্জুরী |
* আবেদনপত্র গ্রহণ ও যাচাই * মঞ্জুরীপত্র জারীর লক্ষ্যে প্রধান কার্যালয়ে প্রেরণ |
|
বিনামূল্যে |
৩ (তিন) কর্মদিবস |